বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে রবিবার ২৪ আগস্ট ২০২৫ ইং, বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন রনি, সভা সঞ্চালনা করেন কমিশনের সাধারণ সম্পাদক লায়ন হায়দার খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মো. খবির উদ্দিন শেখ, সহ-সভাপতি শামসুল বারী শানু, অজিত গুপ্ত, গোলাম মোর্শেদ খান কুটি, অধ্যাপক নুরুল ইসলাম, সাইদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে সাজ্জাদ হোসেন রনি বলেন, “বাংলাদেশসহ সারা বিশ্বে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে, তা থেকে সমাজকে মুক্ত করতে হলে মানবাধিকার কর্মীদের বাস্তবমুখী ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শুধু পরিচয়পত্রধারী কর্মী হয়ে নয়, বরং রাস্তায় নেমে অসহায় ও ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে, তাদের কথা শুনে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে হবে।”
সাধারণ সম্পাদক লায়ন হায়দার খান বলেন, “মানবাধিকার রক্ষার লড়াই শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা মানুষের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে।”
এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক নুরুল হাবিব, আব্দুর রাজ্জাক ফকির, দপ্তর সম্পাদক সুফিয়া ইয়াসমিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক খুশি খন্দকার, সংস্কৃতি সম্পাদক নাজরিন রহমান, সাহিত্য সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ধর্ম সম্পাদক ফাহিম ইমন এবং নির্বাহী সদস্য জলিল উদ্দিন সিকদার ও সজল মন্ডল।
সভায় মোট ৪৭ জন সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, সেখানেই আমরা মানবতার পাশে দাঁড়াব। দেশের প্রতিটি কোণায় মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
সাধারণ সভার মাধ্যমে মানবাধিকার রক্ষায় সংগঠনের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন।