ফরিদপুরে র্যাব-১০ এর অভিযানে গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে কোতয়ালী থানার কোমরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
র্যাব-১০ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে পরিচালিত অভিযানে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম খালিদ হাসান রাব্বি (২৪)। তিনি ফরিদপুর কোতয়ালী থানার চর জুয়াইর এলাকার মো. ইউসুফ ফকিরের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, রাব্বি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
র্যাব সারাক্ষণ বার্তাকে জানায়, গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, কোমরপুর এলাকায় রাব্বির মতো কিছু মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্যে এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।