আজ রবিবার ৩১/০৮/২৫ তারিখ বিকাল ৫:০০টায় টেকেরহাট হোটেল মিট এন্ড ইট এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক জীবন বোস। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা প্রবীর সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাদেব সূত্রধর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়ন্ত হালদার, যুগ্ম আহ্বায়ক হরি সাধন দত্ত, যুগ্ম আহ্বায়ক যুগল বোস, যুগ্ম আহ্বায়ক বিপ্লব ঘোষ, যুগ্ম আহ্বায়ক সনজীব কুমার দাসসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব বিমল দেবনাথ। বক্তারা বলেন, এবারের দুর্গা পূজা হবে ভাবগাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে। কোনো অপসংস্কৃতি যেন আমাদের পূজার আনন্দকে ম্লান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের দুর্গা পূজা উদযাপন করার আহ্বান জানান।