ঠাকুরগাঁও পৌরসভার বিসিক এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শনিবার ৬ সেপ্টেম্বর,২০২৫ দুপুরে ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগর, মুন্সিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কারখানার মালিক বলেছেন , এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কারখানার ভেতরে থাকা প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী অগ্নিকাণ্ডে পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের এলাকা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।