আজ সকাল ৮টায় ঠাকুরগাঁও দিনাজপুর হাইওয়েতে ঠাকুরগাঁও জেলার
বড় খোচাবাড়ি গার্লস স্কুলের সামনে
ব্যাটারি চালিত ভ্যান এর ধাক্কায় মো:হোসেন নামের একজন মৃত্যুবরণ করেন । মৃত হোসেন ঠাকুরগাঁও জেলার সিংগীয়া অঞ্চলের, মৃত আসমত আলীর ছেলে। বড় খোচাবাড়িতে উনার হলুদ মরিচের দোকান ছিলো,,,
প্রতক্ষদর্শীরা জানান তিনি দোকান জাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন হটাৎ ভ্যানটি এসে উনাকে ধাক্কা দেয়।এতে মাথায় গুরুতর আঘাত পায়,
পরে আসে পাসের লোকজন উনাকে ঠাকুরগাঁও ২৫০শয্যা সরকারি হাস্পাতালে নিয়ে গেলে সেখান থেকে রংপুরে রেফার্ড করেন,রংপুরে নেয়ার পর উনি বিকালে মৃত্যুবরন করেন।