খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকায় বেলান নদী থেকে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।
গতকাল ১১/০৯/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ অভিযানে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইউএনও কামরুজ্জামান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।