ফরিদপুরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ অসীম আকরাম (২৮) নামে এক যুবক। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার বর্ণমালা-১১ ভবনের দ্বিতীয় তলার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। নিহত অসীম আকরাম স্থানীয় খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসীম আকরাম বৈদ্যুতিক তার ও বিছানার চাদর ব্যবহার করে কক্ষের সিলিং ফ্যানের রডে গলায় ফাঁস নেন। দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে তাঁর মা, বাবা ও বাসার দারোয়ান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাশ নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।