ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ১৯শে সেপ্টেম্বর দুপুরে পীরগঞ্জ পৌর শহরের জগথা কলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার ১৯শে সেপ্টেম্বর দুপুরে শিশুটি বাড়ির পাশের দোকানে চিপস কিনতে গিয়েছিল । এ সময় পীরগঞ্জ পৌর শহরের জগথা কলপাড়া মহল্লার মৃত দবির উদ্দিনের ছেলে মো: মকবুল হোসেন খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যায় এবং শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্নার শব্দে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিলো । পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২১শে সেপ্টেম্বর দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।