মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় পূর্ব শত্রুতার জেরে করিম মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে।আহত করিম মাতুব্বর মৃত গেদু মাতুব্বরের ছেলে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। জুলাই বিপ্লবের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মাদারীপুরে প্রায়শই এধরনের ঘটনা প্রবাহের জন্ম হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আক্কাস মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২১) ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে করিম মাতুব্বরের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক করিম মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের সচেতন মহলের ধারণা, অচিরেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো না হলে শান্ত মাদারীপুরকে অশান্ত করতে একটা গ্রুপ তৎপর রয়েছে।
সারাক্ষণ ডেস্ক 









