বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তথা রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়নের লক্ষ্যে রাজৈর উপজেলার ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
আজ শনিবার ১৮ অক্টোবর বিকাল ৪:০০টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
বেগম মাহমুদা রহমান এর সভাপতিত্বে এবং মুহাম্মদ রেজাউল করীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ূন কবীর, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু। রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন প্রমুখ।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,অত্র অঞ্চলের আবাল-বৃদ্ধ বনিতাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সারাক্ষণ ডেস্ক 









