মাদারীপুরে মাদ্রাসাছাত্রী সানজিদা আক্তার তৃপ্তিকে ধর্ষণ শেষে হত্যার পর ইট বেঁধে লাশ পুকুরে ফেলে রাখার মামলায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ. এম. রেজা জাকের এই রায় ঘোষণা করেন।
রায়ে আদালত একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, তৃপ্তিকে ইজিবাইকে করে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার পর তার লাশে ইট বেঁধে স্থানীয় এক পুকুরে ডুবিয়ে রাখা হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন খানকে গ্রেপ্তার করে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ সাজ্জাদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এই রায় ঘোষণার পর আদালত চত্বরে তৃপ্তির পরিবার ও উপস্থিত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
সারাক্ষণ ডেস্ক 









