ফরিদপুরে দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামক এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক।
সোমবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জু রানী দাস ওই এলাকার বিশু দাসের স্ত্রী।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিশু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী বিশু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুই যুবক আসেন সেখানে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া কানের দুল ছিনিয়ে নেন তারা। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
ফুটেজে দেখা যায়, দোকানের সামনের সড়ক ঝাড়ু দিচ্ছেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। দুজনই হেলমেট পরিহিত। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এসময় সামনে থাকা (চালক) যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।
ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, “প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিই। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসে। তাদের আমি চিনিও না। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়।এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সারাক্ষণ ডেস্ক 









