নারায়নগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হল পুন:নির্মানের দাবী করেছেন মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শহীদ জিয়া হল আংশিক পরিছন্ন করে ফলকে থাকা শহীদ জিয়ার পুরাতন ছবি পরিবর্তনের সময় খোরশেদ এই দাবী করেন।এসময় আরো উপস্থিত ছিলেন শওকত খন্দকার, মুসা, মিঠু আহমেদ,ইমন, ওসমান গনি,রানা মুন্সী, রাসেল মনির,কাওসারজুলহাস,কুতুবউদ্দিন,পারভেজ, নিপু,উৎসব সহ সাবেক যুবদল নেতাকর্মীরা।
এসময় খোরশেদ আরো বলেন,ফ্যাসিষ্টরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নাম মুছে ইতিহাসকে বিকৃত করতে পরিকল্পিত ভাবে নারায়নগঞ্জের একটি সম্পদকে ধংস করে দিয়েছে।আমরা অবিলম্বে শহীদ জিয়া হলকে পুন:নির্মানের দাবী জানাই।
উল্লেখ্য যে,ফ্যাসিষ্ট শাসনের ১৫ বছরে কয়েকবার জিয়া হলের নাম পরিবর্তন, শহীদ জিয়ার মূর্যাল ভাংচুর ও অপসারন ও পরিকল্পিত ভাবে জিয়া হলকে ধংস করা হয়েছে।যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, ইতিহাসকে কখনো মুছে ফেলা যায়না। বাংলাদেশ বিনির্মাণে যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ প্রাণ বাজি রেখে দেশকে হানাদার মুক্ত করেছে তাঁদেরকে জাতি অবশ্যই শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
সারাক্ষণ ডেস্ক 









