বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি হাফেজ জাবের আহমদ গতকাল বুধবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, তিনি পুর্বসরমঙ্গল গ্রামের মৃধাবাড়ি মসজিদে এশার নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার মাথা কয়েক জায়গায় কেটে যায়। রাজৈর পৌরসভা জামায়াতের আমীর শেখ মোশাররফ হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। রাজৈর থানা ওসি মাসুদ খান জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি।
রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এফ আর মামুন সারাক্ষণ বার্তাকে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সারাক্ষণ ডেস্ক 









