ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ । পূর্ণ যৌবনা কুমার নদী এখন জৌলুস হারিয়ে মৃত প্রায় নদীতে রূপ নিয়েছে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রকাশ্য দিবালোকে খুলনা আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা। মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত। বাংলার কিংবদন্তি এক মহীয়সী নারী বেগম খালেদা জিয়া। টিকটকে প্রেম, ৬ বছরের শিশুকে রেখে পালালো মা। ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়ীর ব্যবসায়ের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বেইস- টেকের মালিক নীলয়।

মাদারীপুরের অগ্নি কন্যা হেলেন জেরিন খান মডেল প্রেসক্লাবের পরিচিতি সভায় যা বললেন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৫৩ জন সংবাদটি পড়েছেন

সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান বলেছেন, সাংবাদিকদের লেখনিই সমাজ পরিবর্তনের মূল শক্তি। সাংবাদিকরা সংখ্যায় কম হলেও তাদের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের কলমের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের দুর্বল দিকগুলো প্রকাশ পায় এবং জনমতের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন ঘটে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজৈর মডেল প্রেসক্লাব অঙ্গনে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, “আপনাদের কলমের শক্তিতেই সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারের অসাধারণ পরিবর্তন সম্ভব। তাই এলাকাভিত্তিক সমস্যা যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকটগুলোও লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রতিযোগিতা। ভিন্নমত থাকবে, মতের আদান-প্রদান থাকবে — কিন্তু তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। সুস্থ প্রতিযোগিতাই জাতিকে এগিয়ে নিতে পারে।”

নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে পারিবারিক নারী নির্যাতন একটি গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি নির্মূলে সাংবাদিকদের সচেতনমূলক লেখাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।”

তরুণ সমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে হেলেন জেরিন খান বলেন, “আজকের তরুণ প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সাংবাদিকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি।”

অনুষ্ঠানে রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল এবং জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা খোন্দকার আবদুল মতিন, সাধারণ সম্পাদক নাজমুল কবীর, সহ-সভাপতি অনাদি কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল ও শহীদুল আলম টুকু, কোষাধ্যক্ষ প্রশান্ত কুন্ডু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সোহেল, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মো. সোহেল শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বেগ, কার্যনির্বাহী সদস্য আবুল হাসান, রাকিবুল হাসান ও মো. আলী শেখ প্রমুখ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ ।

মাদারীপুরের অগ্নি কন্যা হেলেন জেরিন খান মডেল প্রেসক্লাবের পরিচিতি সভায় যা বললেন।

আপডেট সময় : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান বলেছেন, সাংবাদিকদের লেখনিই সমাজ পরিবর্তনের মূল শক্তি। সাংবাদিকরা সংখ্যায় কম হলেও তাদের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের কলমের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের দুর্বল দিকগুলো প্রকাশ পায় এবং জনমতের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন ঘটে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজৈর মডেল প্রেসক্লাব অঙ্গনে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, “আপনাদের কলমের শক্তিতেই সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারের অসাধারণ পরিবর্তন সম্ভব। তাই এলাকাভিত্তিক সমস্যা যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকটগুলোও লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রতিযোগিতা। ভিন্নমত থাকবে, মতের আদান-প্রদান থাকবে — কিন্তু তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। সুস্থ প্রতিযোগিতাই জাতিকে এগিয়ে নিতে পারে।”

নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে পারিবারিক নারী নির্যাতন একটি গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি নির্মূলে সাংবাদিকদের সচেতনমূলক লেখাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।”

তরুণ সমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে হেলেন জেরিন খান বলেন, “আজকের তরুণ প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সাংবাদিকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি।”

অনুষ্ঠানে রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল এবং জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা খোন্দকার আবদুল মতিন, সাধারণ সম্পাদক নাজমুল কবীর, সহ-সভাপতি অনাদি কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল ও শহীদুল আলম টুকু, কোষাধ্যক্ষ প্রশান্ত কুন্ডু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সোহেল, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মো. সোহেল শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বেগ, কার্যনির্বাহী সদস্য আবুল হাসান, রাকিবুল হাসান ও মো. আলী শেখ প্রমুখ।