আজ শনিবার ২৫ অক্টোবর,২০২৫ বিকাল তিনটায় মাদারীপুরের কদমবাড়ী মহামানব গণেশ পাগল সেবাশ্রম মাঠে এবছরের সবচেয়ে ঐতিহ্যবাহী মেগা- গ্রান্ড ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ শুভ উদ্বোধন সূচিত হলো। উদ্বোধন করলেন আজকের মেগা ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান। জাতীয় সংগীত শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ, মাদারীপুর জেলা মহিলা দলের সভানেত্রী লাইজু আক্তার মিনু, রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কদমবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, বীর মুক্তিযোদ্ধা অশোক বিশ্বাস,সরকারি নজরুল কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আশীষ বাকচী, সহকারী প্রধান শিক্ষক দেবদাস বরং, বিএনপি নেতা সিরাজ ফকির, বিএনপি নেতা শেখ মহিউদ্দিন মহি, বিএনপি নেতা ভবেন সরকার, বিএনপি নেতা কাওসার শেখ, বিএনপি নেতা সঞ্জীব বিশ্বাস গণেশ পাগল সেবাশ্রম মন্দিরের সভাপতি মীরণ বিশ্বাস ,গনেশ পাগল সেবাশ্রম মন্দিরের সাবেক সহ-সভাপতি সুজন সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বরম পাল্টা একাদশ বনাম পূর্ব নাগরদী একাদশ। খেলা পরিচালনা করেন রেফারি প্রদীপ হালদার।৫:০ গোলে বরম পাল্টা একাদশ উদ্বোধনী ম্যাচে জয় লাভ করে। গ্রান্ড ফাইনালে পুরুষ্কার হিসেবে দেওয়া হবে জোড়া মোটরসাইকেল। খেলা শুরু হতে না হতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উৎসুক দর্শক ধৈর্য সহকারে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন।এই মেগা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দিঘীরপাড়ের সর্বস্তরের জনগণ। তাদের একটাই উদ্দেশ্য” মাদক ছেঁড়ে মাঠে নামো , সবাই মিলে দেশ গড়ো।”
সারাক্ষণ ডেস্ক 









