বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা কর্তৃক আয়োজিত কাত্যায়নী পূজা উদযাপন উপলক্ষে সনাতনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৯ অক্টোবর,২০২৫ বুধবার।হাজরাপুর বকুলতলা পূজা মন্দির, মাগুরা সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির কান্তি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সমীর কুমার বসু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোঃ আলী আহমেদ, মাগুরা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন অধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সাধন কুমার ঘোষ। মতবিনিময় অনুষ্ঠানটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল মাগুরা জেলার সর্বস্তরের সনাতনী ভাই-বোনদের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,যে কোনো মূল্যে সারা বাংলার সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমরা ভুমিকা রাখতে সক্ষম হবো।
সারাক্ষণ ডেস্ক 









