বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা ও ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ডে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায় এ কর্মসূচি প্রথমে সানকিভাঙ্গা খেয়াঘাট ও বাজারে পরে ছলোমবাড়িয়া বাসস্ট্যান্ডে বাগেরহাট – ৩ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে গণসংযোগ লিফলেট বিতরণ করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম সহ পৌর ও ইউনিয়নের বিএনপি’র নেতৃবৃন্দ,
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্রে পরিণত করতে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন, যেখানে রাষ্ট্রের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও বিচারব্যবস্থা পুনর্গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।
লিফলেট বিতরণের সময় বক্তারা বলেন “বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে তারেক রহমানের ৩১ দফাই হতে পারে নতুন দিগন্তের সূচনা।”
বাগেরহাট জেলা প্রতিনিধি 









