মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরের কদমবাড়ী ইউনিয়নে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারের শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম প্রাঙ্গণে এ আয়োজন করে সনাতন ধর্মাবলম্বী সমর্থক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেবাশ্রম এলাকা থেকে একটি গণমিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার সমর্থক অংশ নেন।
বক্তারা বলেন, হেলেন জেরিন খান সব ধর্মের মানুষের আস্থার প্রতীক। তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে থেকেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপির মনোনয়ন দিলে এ অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে।
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ বলেন, ১৯৪৭ থেকে স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করেছে। আগামী দিনেও সেই ঐক্য অটুট থাকবে। কদমবাড়ির হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির সময় নিরাপদ ছিল এবং গণেশ পাগল সেবাশ্রমের জমিও দখলদারদের হাত থেকে দখলমুক্ত করা হয়েছিল। তাই হেলেন জেরিন খানকে মনোনয়ন দিলে তারা বিএনপির পক্ষে রায় দেবে।
জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু বলেন, হেলেন জেরিন খান সারাজীবন মানুষের পাশে থেকেছেন। তিনি হাসিমুখে সবার দুঃখে-সুখে পাশে দাঁড়ান। এমন একজন সৎ, নির্ভীক , সাহসী ও মমতাময়ী নারীকে সর্বস্তরের জনগণই চায় সংসদ সদস্য হিসেবে দেখতে।
সারাক্ষণ ডেস্ক 









