ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ । পূর্ণ যৌবনা কুমার নদী এখন জৌলুস হারিয়ে মৃত প্রায় নদীতে রূপ নিয়েছে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রকাশ্য দিবালোকে খুলনা আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা। মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত। বাংলার কিংবদন্তি এক মহীয়সী নারী বেগম খালেদা জিয়া। টিকটকে প্রেম, ৬ বছরের শিশুকে রেখে পালালো মা। ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়ীর ব্যবসায়ের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বেইস- টেকের মালিক নীলয়।

১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং! আশ্বাসে চলছে বছর, দুর্ভোগে জনজীবন

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ গ্রামের জলকর টু পশ্চিম মাঠ আঞ্চলিক সড়কের দুরবস্থা যেন কোনো শেষ নেই। দীর্ঘ ১২ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হলেও আজও পাকা হয়নি সংযোগ সড়কটি, ফলে এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার আশ্বাস দিলেও বাস্তবে তা আজও আলোর মুখ দেখেনি। সড়কের কিছু অংশে ইট সলিং করা হলেও বেশিরভাগ অংশ এখনও কাঁচা রয়ে গেছে। এমনকি সম্প্রতি ব্রিজটির রেলিং-ও ধসে পড়তে শুরু করেছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ মেম্বারকে দায়ী করে এলাকাবাসী বলেন, তিনি একাধিকবার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। এমনকি এ রাস্তার জন্য ১ কোটি টাকার বাজেট বরাদ্দের কথাও শোনা যায়, কিন্তু বাস্তবে তেমন কোনো কাজ হয়নি।

স্থানীয় ইটালি প্রবাসী মোঃ আসিফ বাঘা জানান, “আমরা কয়েকজন প্রবাসী মিলে একাধিকবার রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করেছি। কিন্তু বর্ষাকালে এই সড়কে বিপজ্জনক বিষধর সাপের উপদ্রব দেখা দেয়, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।”

পশ্চিম মাঠ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, “বৃষ্টির দিনে কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। তখন স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সঠিকভাবে চলাচল করতে না পারায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়।”

স্থানীয় আলেম সমাজ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করে দ্রুত সড়কটি পাকা করে জনগণের চলাচল উপযোগী করে দেওয়া হোক।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ ।

১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং! আশ্বাসে চলছে বছর, দুর্ভোগে জনজীবন

আপডেট সময় : ১২:২১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ গ্রামের জলকর টু পশ্চিম মাঠ আঞ্চলিক সড়কের দুরবস্থা যেন কোনো শেষ নেই। দীর্ঘ ১২ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হলেও আজও পাকা হয়নি সংযোগ সড়কটি, ফলে এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার আশ্বাস দিলেও বাস্তবে তা আজও আলোর মুখ দেখেনি। সড়কের কিছু অংশে ইট সলিং করা হলেও বেশিরভাগ অংশ এখনও কাঁচা রয়ে গেছে। এমনকি সম্প্রতি ব্রিজটির রেলিং-ও ধসে পড়তে শুরু করেছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ মেম্বারকে দায়ী করে এলাকাবাসী বলেন, তিনি একাধিকবার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। এমনকি এ রাস্তার জন্য ১ কোটি টাকার বাজেট বরাদ্দের কথাও শোনা যায়, কিন্তু বাস্তবে তেমন কোনো কাজ হয়নি।

স্থানীয় ইটালি প্রবাসী মোঃ আসিফ বাঘা জানান, “আমরা কয়েকজন প্রবাসী মিলে একাধিকবার রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করেছি। কিন্তু বর্ষাকালে এই সড়কে বিপজ্জনক বিষধর সাপের উপদ্রব দেখা দেয়, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।”

পশ্চিম মাঠ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, “বৃষ্টির দিনে কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। তখন স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সঠিকভাবে চলাচল করতে না পারায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়।”

স্থানীয় আলেম সমাজ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করে দ্রুত সড়কটি পাকা করে জনগণের চলাচল উপযোগী করে দেওয়া হোক।”