ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

ঘণ্টাঘর বাজারের পোস্ট অফিস এখন ভাঙা ঘর, নেই সেবার পরিবেশ

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৬২ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী ঘন্টাঘর বাজারের পোস্ট অফিসটি স্বাধীনতার পূর্বে স্থাপিত হলেও বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মাটির তৈরি ভবনটি যেকোনো সময় ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পোস্ট অফিসটি এক সময় সাতনালা, নশরতপুর ও সাঁইতাড়া ইউনিয়নের প্রধান ডাক আদান-প্রদানের কেন্দ্র হলেও এখন তা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
দেয়ালের কিছু অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে, ঘরের দরজা ঘুনে খেয়ে গেছে, জানালাগুলো চুরি হয়ে গেছে, এবং ঘরটি বর্তমানে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

পোস্ট অফিসে নেই কাজের পরিবেশ
অভিযোগ রয়েছে, পোস্ট অফিসের সব আসবাবপত্র পোস্টমাস্টার নিজ বাড়িতে নিয়ে গেছেন এবং অফিসটিতে বসার কোনো পরিবেশ নেই।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনিসুল হক শাহ (৫৮) বলেন,

“আমরা ছোটবেলা থেকে এই পোস্ট অফিসটি দেখে আসছি। কিন্তু এর সংস্কারে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ ব্যক্তি বলেন,

“পোস্ট অফিসে টাকা পাঠালে পোস্টমাস্টার অনেক সময় গ্রাহককে জানাতেন না। টাকা জমা রাখতেন, পরে জানাজানি হলে কিস্তিতে ফেরত দিতেন।”

পোস্টমাস্টার শাহজাহান আলী বলেন,

আমি একাধিকবার লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। অফিসের নিজস্ব জমি না থাকায় ভবন নির্মাণ হয়নি। এখন সরকারি কিছু চিঠি ছাড়া অন্য কোনো চিঠিপত্র তেমন আসে না, তাই ভবন সংস্কারের গুরুত্ব কম। গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগও সঠিক নয়।

বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মসলেম উদ্দিন বলেন,

একসময় এখানে চিঠিপত্র লেনদেন ছিল নিয়মিত। এখনও মাঝেমধ্যে চিঠি আসে। পোস্ট অফিসটির অবস্থা ভয়াবহ রকম খারাপ, দ্রুত সংস্কার প্রয়োজন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

ঘণ্টাঘর বাজারের পোস্ট অফিস এখন ভাঙা ঘর, নেই সেবার পরিবেশ

আপডেট সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী ঘন্টাঘর বাজারের পোস্ট অফিসটি স্বাধীনতার পূর্বে স্থাপিত হলেও বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মাটির তৈরি ভবনটি যেকোনো সময় ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পোস্ট অফিসটি এক সময় সাতনালা, নশরতপুর ও সাঁইতাড়া ইউনিয়নের প্রধান ডাক আদান-প্রদানের কেন্দ্র হলেও এখন তা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
দেয়ালের কিছু অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে, ঘরের দরজা ঘুনে খেয়ে গেছে, জানালাগুলো চুরি হয়ে গেছে, এবং ঘরটি বর্তমানে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

পোস্ট অফিসে নেই কাজের পরিবেশ
অভিযোগ রয়েছে, পোস্ট অফিসের সব আসবাবপত্র পোস্টমাস্টার নিজ বাড়িতে নিয়ে গেছেন এবং অফিসটিতে বসার কোনো পরিবেশ নেই।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনিসুল হক শাহ (৫৮) বলেন,

“আমরা ছোটবেলা থেকে এই পোস্ট অফিসটি দেখে আসছি। কিন্তু এর সংস্কারে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ ব্যক্তি বলেন,

“পোস্ট অফিসে টাকা পাঠালে পোস্টমাস্টার অনেক সময় গ্রাহককে জানাতেন না। টাকা জমা রাখতেন, পরে জানাজানি হলে কিস্তিতে ফেরত দিতেন।”

পোস্টমাস্টার শাহজাহান আলী বলেন,

আমি একাধিকবার লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। অফিসের নিজস্ব জমি না থাকায় ভবন নির্মাণ হয়নি। এখন সরকারি কিছু চিঠি ছাড়া অন্য কোনো চিঠিপত্র তেমন আসে না, তাই ভবন সংস্কারের গুরুত্ব কম। গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগও সঠিক নয়।

বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মসলেম উদ্দিন বলেন,

একসময় এখানে চিঠিপত্র লেনদেন ছিল নিয়মিত। এখনও মাঝেমধ্যে চিঠি আসে। পোস্ট অফিসটির অবস্থা ভয়াবহ রকম খারাপ, দ্রুত সংস্কার প্রয়োজন।