দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের মালেপাড়া এলাকায় চোর সন্দেহে এক যুবককে গৃহবন্দী করে নির্মমভাবে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম বাবলু (৩২)। তিনি হিলি চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মালেপাড়া এলাকার রাব্বীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েক দিন আগে ওই বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনার জেরে চোর সন্দেহে বাবলু ও তার এক সঙ্গীকে বাড়িতে আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, গতকাল (শুক্রবার) থেকে তাদের আটকে রেখে লাগাতার মারধর করা হয়। অবশেষে শনিবার বিকেলে বাবলু মারা যান।
খবর পেয়ে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রাব্বীর বাড়িতে ভাঙচুর চালায়। পরে হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ঘটনাস্থল থেকে বাবলুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লিনা পারভীন (৪২) ও জিয়া (২০) নামের দুইজনকে আটক করেছে। তারা ওই বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অশ্বণী বর্মণ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।