দিনাজপুরের বিরল উপজেলায় র্যাব-১৩, সিপিসি-১ এর চলমান মাদকবিরোধী অভিযানে ‘ফেন্সিডিলের আদলে তৈরি’ নতুন ধরনের মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে র্যাব। এসময় মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বড় হিন্দুপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর আলমের বাড়ির দক্ষিণ পাশ থেকে ১৯৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) এবং মৃত মহিনী চন্দ্র বর্মণের ছেলে ফাগু চন্দ্র বর্মণ (৪২)-কে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করে র্যাব।
র্যাব-১৩ জানায়, ‘ফেয়ারডিল’ নামে এই নতুন ধরনের মাদকদ্রব্য সম্প্রতি সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে। এটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।