ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ । পূর্ণ যৌবনা কুমার নদী এখন জৌলুস হারিয়ে মৃত প্রায় নদীতে রূপ নিয়েছে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রকাশ্য দিবালোকে খুলনা আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা। মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত। বাংলার কিংবদন্তি এক মহীয়সী নারী বেগম খালেদা জিয়া। টিকটকে প্রেম, ৬ বছরের শিশুকে রেখে পালালো মা। ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়ীর ব্যবসায়ের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বেইস- টেকের মালিক নীলয়।

“স্বাস্থ্য সেবা সবার অধিকার” দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৮৮ জন সংবাদটি পড়েছেন

স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে স্বাস্থ্য সেবাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তারা অভিযোগ করেন, নবাবগঞ্জ উপজেলার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পর্যাপ্ত ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় সেবার অপ্রতুলতা এবং দায়িত্ব অবহেলার কারণে সাধারণ মানুষকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে, যা অনেকের সাধ্যের বাইরে।

মানববন্ধন থেকে দ্রুত স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়।

এ সময় স্বাস্থ্য অধিকারকে মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ ।

“স্বাস্থ্য সেবা সবার অধিকার” দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে স্বাস্থ্য সেবাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তারা অভিযোগ করেন, নবাবগঞ্জ উপজেলার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পর্যাপ্ত ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় সেবার অপ্রতুলতা এবং দায়িত্ব অবহেলার কারণে সাধারণ মানুষকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে, যা অনেকের সাধ্যের বাইরে।

মানববন্ধন থেকে দ্রুত স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়।

এ সময় স্বাস্থ্য অধিকারকে মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।