ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ. এল. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রোজিৎ সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পার্থ জ্যোতির্ময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বরকতউল্লাহ, ২নং ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হুসেন আলী প্রমুখ।
মেডিক্যাল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ আল মুসাব্বির সিয়ামের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বর্তমান যুব সমাজকে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে সচেতন করতে হবে। ন্যায্য ও টেকসই বিশ্ব গড়তে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ের ৬ জন শ্রেষ্ঠ মাঠকর্মীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।