দিনাজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, দেশব্যাপী প্রায় ৪৫ হাজার কিন্ডার গার্ডেন ও বহু বেসরকারি প্রতিষ্ঠান সরকারি বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অথচ গত ১৫ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি পত্র জারি করে কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে বাকি সবাইকে বঞ্চিত করেছে। এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস ও মেধার স্বীকৃতি। এভাবে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও বৈষম্যের বোধ তৈরি হবে।
জেলা সহসভাপতি হুমায়ুন কবির সরকার বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বঞ্চিত করার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা সভাপতি আবু ছাত্তার, সাধারণ সম্পাদক মাহফুল আহমেদ প্রমুখ।
তারা অবিলম্বে ১৭ জুলাই ২০২৫ তারিখের পত্র বাতিল করে সকল প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।