ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়: তারেক রহমান মাগুরায় সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮৭ লাখ টাকা উধাও: গ্রাহকের অভিযোগে তোলপাড় ঠাকুরগাঁওয়ে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন বিটিভির বার্তা বিভাগে ক্ষমতার অপব্যবস্থাপনা: মুন্সী ফরিদুজামান ও সৈয়দা তাসমিনা আহমেদের নিয়ন্ত্রণ ও দুর্নীতি নিয়ে নতুন বিতর্ক ঠাকুরগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ২১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আটক গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: রাজৈরে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি এস. আলম গ্রুপের ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ: ১১৭ দেশে নজিরবিহীন অনুসন্ধান জামায়াতের ভাব বেড়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায় জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ।

দিনাজপুরে বাদল সরকারের শতবর্ষে মঞ্চস্থ হল”সারারাত্তির” বৈকালী নাট্য গোষ্ঠীর ৪৪তম প্রযোজনা

প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মঞ্চস্থ হলো তাঁর অন্যতম প্রতীকী নাটক ‘সারারাত্তির’। গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে উত্তরাঞ্চলের স্বনামধন্য নাট্য সংগঠন বৈকালী নাট্যগোষ্ঠী নাটকটির ৪৪তম প্রযোজনায় নাট্যপ্রেমীদের সামনে উপস্থাপন করে।

নাটকটির নির্দেশনায় ছিলেন জাকির হোসেন। মঞ্চ পরিকল্পনা করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আলোকসজ্জায় ছিলেন আবু তাহের, আবহ সঙ্গীতে নজরুল ইসলাম এবং রূপসজ্জায় কাজ করেন টংকনাথ অধিকারী।

‘সারারাত্তির’ একটি প্রতীকী নাটক, যেখানে এক ঝড়ো রাতে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেওয়া তিন ভিন্ন বয়সের মানুষের কথোপকথন, সংঘর্ষ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফুটে ওঠে সামাজিক বৈষম্য, বঞ্চনা, স্মৃতি ও অস্তিত্বের প্রশ্ন। এটি শুধু নাটক নয়, সমাজ ও আত্মজিজ্ঞাসার এক রূপক উপাখ্যান।

নাটকে বৃদ্ধ চরিত্রে অভিনয় করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্ত্রী চরিত্রে ছিলেন আঞ্জুমান আরা শিখা, এবং ‘পরিচয়’ চরিত্রে অভিনয় করেন ষষ্ঠী চন্দ।

দর্শকরা নাটকটি গভীর মনোযোগ ও আবেগ নিয়ে উপভোগ করেন। বাদল সরকারের রচনার অন্তর্নিহিত দার্শনিকতা ও বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা সবাইকে মুগ্ধ করে। নাটকের শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিনয় শিল্পীদের করতালি দিয়ে অভিবাদন জানান।

বৈকালী নাট্যগোষ্ঠীর এই প্রযোজনা দিনাজপুরের সংস্কৃতি জগতে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক ও মুক্তমনা মানুষের হৃদয়ে রেখাপাত করতে পেরেছে বৈকালী নাট্য গোষ্ঠীর এ অনন্য উপস্থাপনা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়: তারেক রহমান

দিনাজপুরে বাদল সরকারের শতবর্ষে মঞ্চস্থ হল”সারারাত্তির” বৈকালী নাট্য গোষ্ঠীর ৪৪তম প্রযোজনা

আপডেট সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মঞ্চস্থ হলো তাঁর অন্যতম প্রতীকী নাটক ‘সারারাত্তির’। গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে উত্তরাঞ্চলের স্বনামধন্য নাট্য সংগঠন বৈকালী নাট্যগোষ্ঠী নাটকটির ৪৪তম প্রযোজনায় নাট্যপ্রেমীদের সামনে উপস্থাপন করে।

নাটকটির নির্দেশনায় ছিলেন জাকির হোসেন। মঞ্চ পরিকল্পনা করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আলোকসজ্জায় ছিলেন আবু তাহের, আবহ সঙ্গীতে নজরুল ইসলাম এবং রূপসজ্জায় কাজ করেন টংকনাথ অধিকারী।

‘সারারাত্তির’ একটি প্রতীকী নাটক, যেখানে এক ঝড়ো রাতে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেওয়া তিন ভিন্ন বয়সের মানুষের কথোপকথন, সংঘর্ষ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফুটে ওঠে সামাজিক বৈষম্য, বঞ্চনা, স্মৃতি ও অস্তিত্বের প্রশ্ন। এটি শুধু নাটক নয়, সমাজ ও আত্মজিজ্ঞাসার এক রূপক উপাখ্যান।

নাটকে বৃদ্ধ চরিত্রে অভিনয় করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্ত্রী চরিত্রে ছিলেন আঞ্জুমান আরা শিখা, এবং ‘পরিচয়’ চরিত্রে অভিনয় করেন ষষ্ঠী চন্দ।

দর্শকরা নাটকটি গভীর মনোযোগ ও আবেগ নিয়ে উপভোগ করেন। বাদল সরকারের রচনার অন্তর্নিহিত দার্শনিকতা ও বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা সবাইকে মুগ্ধ করে। নাটকের শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিনয় শিল্পীদের করতালি দিয়ে অভিবাদন জানান।

বৈকালী নাট্যগোষ্ঠীর এই প্রযোজনা দিনাজপুরের সংস্কৃতি জগতে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক ও মুক্তমনা মানুষের হৃদয়ে রেখাপাত করতে পেরেছে বৈকালী নাট্য গোষ্ঠীর এ অনন্য উপস্থাপনা।