দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক জন্মদাতা পিতা সমাজের জন্য নজির স্থাপন করেছেন। সেতাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়রা গ্রামের বাসিন্দা শুধুমাত্র মোহাম্মদ হানিফ( ছদ্ম নাম) তাঁর মাদকসেবী ছেলে মোঃ সুলতান (৩৮)-কে ২৯ জুলাই মঙ্গলবার নিজ হাতে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেন।
পরবর্তীতে বোচাগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ সুলতানকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সুলতান মাদকসেবনের সাথে জড়িত ছিল। বিভিন্ন সময় পরিবারের সদস্যরা তার আচরণে অতিষ্ঠ হয়ে পড়েন। সন্তানের ভবিষ্যৎ অন্ধকার দেখে অবশেষে কঠিন সিদ্ধান্ত নেন তার পিতা। তিনি নিজেই ছেলেকে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন।
এই ঘটনাটি এলাকার মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই পিতার এমন সিদ্ধান্তকে প্রশংসা করে বলছেন, এই ধরনের সাহসী সিদ্ধান্তই সমাজকে বদলাতে পারে।
এ প্রসঙ্গে সমাজ সচেতন মহল মনে করেন যদি প্রতিটি পরিবার এভাবে সামাজিক দায়িত্ববোধ ও সাহসিকতা দেখায়, তাহলে আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।