বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে ১৪ বছরে কোটি মানুষের হৃদয়ে মাছরাঙ্গা টেলিভিশন: দিনাজপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ বিনোদনের মাধ্যমে মাছরাঙ্গা টেলিভিশন বিগত ১৪ বছরে দেশের কোটি মানুষের হৃদয় জয় করেছে—এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম।
শনিবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের নিমতলা মিলনায়তনে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাব সভাপতি নুরুল হুদা দুলাল। আয়োজন করেন মাছরাঙ্গা টেলিভিশন দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেস হাউসের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি শামীম কবির, সাংবাদিক নেতৃবৃন্দসহ জেলার গণমাধ্যমকর্মীসহ আরো অসংখ্য গুণগ্রাহী।