দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জহাটে দোকান খোলাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাতাব আলী বুলেটের ভলকানাইজিং দোকান খোলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানের কর্মচারী মহাদেবপুর গ্রামের ইসমাইলের ছেলে শাহিনুর ইসলামকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন ১১নং মরিচা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক তৌহির ইসলাম।
মারধরের পর গুরুতর আহত অবস্থায় শাহিনুরকে স্থানীয়রা উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।