ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ। লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু চিরিরবন্দরে বিআরটিসি বাস খাদে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আউলিয়াপুরে শিশু ও যুব ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুর রাজৈর থানা হেফাজত হতে মাদক মামলায় অভিযুক্ত আসামির পলায়ন। উলিপুরে ৫ বছরের কন্যাশিশুকে ধ’র্ষণের অভিযোগে ব্যক্তি গ্রেফতার সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা জাকির খান গ্রেফতার চিরিরবন্দর বিন্যাকুড়ি ইছামতী নদীতে ৮ বছর বয়সী শিশুর নদীতে পড়ে মৃত্যু

ক্লার্কের ( কেরানির) চাকরি করেও প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক। জনমনে বিরূপ প্রতিক্রিয়া।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৪০ জন সংবাদটি পড়েছেন

মাত্রা ২১ হাজার টাকা বেতনে চাকরি করা কেরানি অর্জন করেছে বিপুল সম্পত্তি। জ্ঞাত বহির্ভূত এসব সম্পত্তি তিনি লোকচক্ষুর আড়াল করতে নানা কৌশল অবলম্বন করতেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক অভিযানে সব কৌশল ভেস্তে যায়। বেরিয়ে আসে বিপুল সম্পত্তির খবর।

অভিযানে ওই কেরানির স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেখে তাজ্জব বনে যান বাহিনীর সদস্যরাও। তার বসবাস করা বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি পরিমাণ রূপার গয়না।

এ বাড়িটি ছাড়াও তার রয়েছে অন্তত ২৪টি বাড়ি। এ ছাড়া ৪০ একর কৃষিজমি, ৪টি প্লট এবং একাধিক দামি গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি সরকারি দপ্তরের সাবেক কেরানি কালাকাপ্পা নিদাগুন্ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় অভিযান চালানো হয়। আর এতেই এসব সম্পত্তির খোঁজ মিলে।

কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কর্ণাটক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার (কেআরডিল) কোপ্পাল শাখা দপ্তরে চাকরি করতেন। মাসে বেতন পেতেন ১৫ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার টাকা।

শুক্রবার কালাকাপ্পার বাসায় অভিযান চালায় পুলিশ। কোপ্পাল ছাড়াও কর্ণাটকের আরও কয়েকটি জেলায় তার বাড়ি রয়েছে। এসব সম্পত্তি আড়াল করতে তিনি নিজের, স্ত্রী ও স্ত্রীর ভাইদের নাম উল্লেখ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা তদন্তকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, কালাকাপ্পা নিদাগুন্ডি বাড়িতে অভিযান চালিয়ে যেসব সম্পত্তি তারা উদ্ধার করেছেন, সেসবের বাজারমূল্য ৩০ কোটি রুপির কিছু বেশি। তবে নিদাগুন্ডির সম্পত্তি আরও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ।

ক্লার্কের ( কেরানির) চাকরি করেও প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক। জনমনে বিরূপ প্রতিক্রিয়া।

আপডেট সময় : ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

মাত্রা ২১ হাজার টাকা বেতনে চাকরি করা কেরানি অর্জন করেছে বিপুল সম্পত্তি। জ্ঞাত বহির্ভূত এসব সম্পত্তি তিনি লোকচক্ষুর আড়াল করতে নানা কৌশল অবলম্বন করতেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক অভিযানে সব কৌশল ভেস্তে যায়। বেরিয়ে আসে বিপুল সম্পত্তির খবর।

অভিযানে ওই কেরানির স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেখে তাজ্জব বনে যান বাহিনীর সদস্যরাও। তার বসবাস করা বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি পরিমাণ রূপার গয়না।

এ বাড়িটি ছাড়াও তার রয়েছে অন্তত ২৪টি বাড়ি। এ ছাড়া ৪০ একর কৃষিজমি, ৪টি প্লট এবং একাধিক দামি গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি সরকারি দপ্তরের সাবেক কেরানি কালাকাপ্পা নিদাগুন্ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় অভিযান চালানো হয়। আর এতেই এসব সম্পত্তির খোঁজ মিলে।

কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কর্ণাটক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার (কেআরডিল) কোপ্পাল শাখা দপ্তরে চাকরি করতেন। মাসে বেতন পেতেন ১৫ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার টাকা।

শুক্রবার কালাকাপ্পার বাসায় অভিযান চালায় পুলিশ। কোপ্পাল ছাড়াও কর্ণাটকের আরও কয়েকটি জেলায় তার বাড়ি রয়েছে। এসব সম্পত্তি আড়াল করতে তিনি নিজের, স্ত্রী ও স্ত্রীর ভাইদের নাম উল্লেখ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা তদন্তকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, কালাকাপ্পা নিদাগুন্ডি বাড়িতে অভিযান চালিয়ে যেসব সম্পত্তি তারা উদ্ধার করেছেন, সেসবের বাজারমূল্য ৩০ কোটি রুপির কিছু বেশি। তবে নিদাগুন্ডির সম্পত্তি আরও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।