গতকাল ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার সংলগ্ন পর্যটন এলাকায় পর্যটকদের জন্য পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ঝালকাঠি সদর থানা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে বর্ষার এই মৌসুমে বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার। এ সময় পর্যটন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে বিশেষ তদারকির প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজনীয়তার অংশ হিসেবেই আজকের এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন এবং সদর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে বাজার এলাকার সার্বিক পরিবেশ, পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয়দের সহযোগিতার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলকে আহ্বান জানানো হয়
আসুন, সবাই মিলে ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখি। এ বাগান আমাদের মূল্যবান সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে হতে হবে সচেতন।
এছাড়া, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং এলাকার নান্দনিক সৌন্দর্য বজায় রাখতে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে সচেতনতা ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
উল্লেখ্য, ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান বাজার ইতোমধ্যেই দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। তাই এ সম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় ও আগত পর্যটকদের মধ্যে।