ফরিদপুরের সালথা উপজেলায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন আলম সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্লার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, শাহিন আলমের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা ভাঙচুর মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এলাকাবাসীর দাবি, এ ধরনের সন্ত্রাসী ও উগ্র রাজনীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থান নেবে, যেন ভবিষ্যতে কেউ সাহস না পায় জনজীবনে অশান্তি সৃষ্টি করতে।