ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী। নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর।

বালিয়াডাঙ্গীতে গোপন গোডাউনে অভিযান, প্রায় ৯ লাখ টাকার অবৈধ সার জব্দ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে ৭১৫ বস্তা সার জব্দ করা হয় যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৬০ হাজার ২৫০ টাকা।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার লাহেরী ইউনিয়নের ঠুমনিয়া পাগলা বাজার এলাকার করিম উদ্দিন আপন (৩২) এর মালিকানাধীন একটি গোপন গোডাউনে। জানা গেছে, করিম উদ্দিন আপন স্থানীয় লাহিড়ী বাজারের সারের ব্যবসায়ী শাজাহানের ভাই। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, শাজাহানের চারটি সারের লাইসেন্স থাকলেও এই সারের মজুদ ছিল লাইসেন্সবিহীন গোডাউনে এবং তা ছিল গোপন।

অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, পুলিশ সদস্যসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৪১৫ বস্তা ইউরিয়া (মূল্য ৫,৬০,২৫০ টাকা) ও ৩০০ বস্তা এমওপি সার (মূল্য ৩,০০,০০০ টাকা)। সব মিলিয়ে জব্দকৃত সার ছিল ৩৫.৭৫ মেট্রিক টন ওজনের।

অভিযান শেষে গোডাউনটি সিলগালা করা হয় এবং করিম উদ্দিন আপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সারের নিয়ন্ত্রিত বিতরণ বিধিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মফিজুর রহমান বলেন, “কৃষি খাতে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি। কেউ অবৈধভাবে সার মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি সারাক্ষণ বার্তাকে জানান, জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

পূজা দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার এক গারো কিশোরী।

বালিয়াডাঙ্গীতে গোপন গোডাউনে অভিযান, প্রায় ৯ লাখ টাকার অবৈধ সার জব্দ।

আপডেট সময় : ১০:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে ৭১৫ বস্তা সার জব্দ করা হয় যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৬০ হাজার ২৫০ টাকা।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার লাহেরী ইউনিয়নের ঠুমনিয়া পাগলা বাজার এলাকার করিম উদ্দিন আপন (৩২) এর মালিকানাধীন একটি গোপন গোডাউনে। জানা গেছে, করিম উদ্দিন আপন স্থানীয় লাহিড়ী বাজারের সারের ব্যবসায়ী শাজাহানের ভাই। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, শাজাহানের চারটি সারের লাইসেন্স থাকলেও এই সারের মজুদ ছিল লাইসেন্সবিহীন গোডাউনে এবং তা ছিল গোপন।

অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, পুলিশ সদস্যসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৪১৫ বস্তা ইউরিয়া (মূল্য ৫,৬০,২৫০ টাকা) ও ৩০০ বস্তা এমওপি সার (মূল্য ৩,০০,০০০ টাকা)। সব মিলিয়ে জব্দকৃত সার ছিল ৩৫.৭৫ মেট্রিক টন ওজনের।

অভিযান শেষে গোডাউনটি সিলগালা করা হয় এবং করিম উদ্দিন আপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সারের নিয়ন্ত্রিত বিতরণ বিধিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মফিজুর রহমান বলেন, “কৃষি খাতে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি। কেউ অবৈধভাবে সার মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি সারাক্ষণ বার্তাকে জানান, জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।