ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ। স্বৈরাচারের দোসরেরা ভোট বানচালের চেষ্টা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: প্রধান উপদেষ্টা প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে  ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য ! নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার ঘোর বিরোধী দাপুটে তিন বুদ্ধিজীবী। ইয়াবাসহ সুমন নামে এক মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। খুলনা গণপূর্তে দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য : উপসহকারী প্রকৌশলী মিজানুরের সাত বছরের অপ্রতিরোধ্য সিন্ডিকেট ! তিনিই স্বঘোষিত সম্রাট! শিক্ষার্থীদের মাঝে দেশ ফাউন্ডেশনের শিক্ষা প্রণোদনা বিতরণ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৫টি বিভাগে প্রথম স্থান অধিকার করে সবার শীর্ষে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ।

শত বছরের ঐতিহ্য বহন করে আসছে মাগুরার দাতিয়াদহ পাল পাড়ায় দুর্গা পূজা

8

 

হিন্দুদের দূর্গা পূজা।উৎসবের সেরা মজা। আছে পূজা,আছে সামাজিকতা, আছে মহানুভবতার ছোয়া,আছে ভালবাসা, আছে আবেগ।তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজা,ভালবাসা সব মিলিয়েই পালন করতে আসে আপনালয়ে। পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলে-ও সামাজিক আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগে। তাই দেবী দুর্গার বিসর্জন হলেও এ পূজা যেন নতুন কোন আনুষ্ঠানিকতার জন্ম দেয়। আপনজনকে নতুন করে কাছে পায়।যে আবেগ নিয়ে দূর থেকে ছুটে আসে সে আবেগ যেন মন থেকে যায় না। দেবী দুর্গার বিদায় হলে প্রকৃতি যেন বিদায় বেদনার আবেগে আচ্ছন্ন হয়ে যায়।

মাগুরা জেলার ৯১৮০০০ জনগোষ্ঠীর মধ্যে ১৬৪০০০ হিন্দু।এই জনগোষ্ঠী এ বছর ৬১৯ টি প্রতিমা মন্দিরে দুর্গা পূজা সম্পন্ন করেছে।

গত কাল (০২/১০/২৫)আনুষ্ঠানিক বিসর্জন ছিল।আজ০৩/১০/২৫ দাতিয়াদহের পাল পাড়ার ঘাটে বিসর্জন হলো দূর্গা প্রতিমা।এ উপলক্ষ্যে মধুমতী নদীর ধারে মেহগনি বনে আয়োজন হয়েছিল আড়ং।এ আড়ং শুধু আজ থেকে নয়,পাল পাড়ার জন্ম থেজেই এ আয়োজন,এখনও বিদ্যমান।এক সময় এ গ্রাম সহ তারাপুর গ্রামের প্রতিমা একত্রিত করে নৌকায় ঘুরিয়ে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হতো। আর নৌকার উপরই চলত আরতি। নৃত্য পটিয়সি নারী পুরুষ এ আরতিতে যোগ দিত।নাচের তালে তালে দেবীকে মুগ্ধ করা।

আমার ছেলে বেলা থেকেই এ আড়ংয়ে আড়ম্বর উপস্থিতি ছিল।তখন আসতাম নানার হাত ধরে।নানা একেবারে পরহেজগার মুসলমান ছিলেন।কোনদিন নামাজ কাজা পড়তে দেখিনি।কোরান Recite করতে দেখেছি প্রতি ফজর নামাজ পর।শব্দ দূষণ হীন সেই সময়ে অনেক দূর থেকে তার আওয়াজ শোনা যেত।তিনি কিনতে আসতেন সংসারের জিনিসপত্র। আর আমাকে কিনে দিতেন দানাদার, কদমা,কটকটি(গজা)। ভীষণ খুশী হতাম।সাম্প্রদায়িক কোন শব্দ উচ্চারণ করতে শুনিনি। সদা হাস্যোজ্জ্বল সকল মানুষের সাথে নমনীয় আচরণ দেখেছি। এ আড়ং ছিল এলাকার মানুষের মিলন আড়ং,মিলন মেলা। মেলাকে তখন আড়ংই বলত। এখন মেলা বলে। আড়ং শব্দটা প্রায় বিলুপ্ত। প্রায় বিলুপ্ত সৌহার্দের মত। সারা দেশে ১৯৭১ সাল থেকে মন্দির,প্রতিমা ভাংগার অনেক গান শুনলেও এ গ্রামের মন্দিরে কোনদিন দূর্বৃত্তের ছোয়া পড়েছে আমার জানা নেই।

১৯৪৭ সালে ধর্ম দিয়ে মাটিতে খন্ডিত চিহ্ন পড়লেও সংস্কৃতি এ মানুষ গুলোকে এখনও খন্ডিত করতে পারে নাই। তাই এ ধরনের আড়ংয়ে হিন্দু মুসলমান উভয়ের উপস্থিত থাকতে দেখা যায়।

এখনো উভয়ের মিলনে প্রানবন্ত হয় দাতিয়াদহের পাল পাড়ার দুর্গা পূজার আড়ং।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

শত বছরের ঐতিহ্য বহন করে আসছে মাগুরার দাতিয়াদহ পাল পাড়ায় দুর্গা পূজা

আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
8

 

হিন্দুদের দূর্গা পূজা।উৎসবের সেরা মজা। আছে পূজা,আছে সামাজিকতা, আছে মহানুভবতার ছোয়া,আছে ভালবাসা, আছে আবেগ।তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজা,ভালবাসা সব মিলিয়েই পালন করতে আসে আপনালয়ে। পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলে-ও সামাজিক আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগে। তাই দেবী দুর্গার বিসর্জন হলেও এ পূজা যেন নতুন কোন আনুষ্ঠানিকতার জন্ম দেয়। আপনজনকে নতুন করে কাছে পায়।যে আবেগ নিয়ে দূর থেকে ছুটে আসে সে আবেগ যেন মন থেকে যায় না। দেবী দুর্গার বিদায় হলে প্রকৃতি যেন বিদায় বেদনার আবেগে আচ্ছন্ন হয়ে যায়।

মাগুরা জেলার ৯১৮০০০ জনগোষ্ঠীর মধ্যে ১৬৪০০০ হিন্দু।এই জনগোষ্ঠী এ বছর ৬১৯ টি প্রতিমা মন্দিরে দুর্গা পূজা সম্পন্ন করেছে।

গত কাল (০২/১০/২৫)আনুষ্ঠানিক বিসর্জন ছিল।আজ০৩/১০/২৫ দাতিয়াদহের পাল পাড়ার ঘাটে বিসর্জন হলো দূর্গা প্রতিমা।এ উপলক্ষ্যে মধুমতী নদীর ধারে মেহগনি বনে আয়োজন হয়েছিল আড়ং।এ আড়ং শুধু আজ থেকে নয়,পাল পাড়ার জন্ম থেজেই এ আয়োজন,এখনও বিদ্যমান।এক সময় এ গ্রাম সহ তারাপুর গ্রামের প্রতিমা একত্রিত করে নৌকায় ঘুরিয়ে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হতো। আর নৌকার উপরই চলত আরতি। নৃত্য পটিয়সি নারী পুরুষ এ আরতিতে যোগ দিত।নাচের তালে তালে দেবীকে মুগ্ধ করা।

আমার ছেলে বেলা থেকেই এ আড়ংয়ে আড়ম্বর উপস্থিতি ছিল।তখন আসতাম নানার হাত ধরে।নানা একেবারে পরহেজগার মুসলমান ছিলেন।কোনদিন নামাজ কাজা পড়তে দেখিনি।কোরান Recite করতে দেখেছি প্রতি ফজর নামাজ পর।শব্দ দূষণ হীন সেই সময়ে অনেক দূর থেকে তার আওয়াজ শোনা যেত।তিনি কিনতে আসতেন সংসারের জিনিসপত্র। আর আমাকে কিনে দিতেন দানাদার, কদমা,কটকটি(গজা)। ভীষণ খুশী হতাম।সাম্প্রদায়িক কোন শব্দ উচ্চারণ করতে শুনিনি। সদা হাস্যোজ্জ্বল সকল মানুষের সাথে নমনীয় আচরণ দেখেছি। এ আড়ং ছিল এলাকার মানুষের মিলন আড়ং,মিলন মেলা। মেলাকে তখন আড়ংই বলত। এখন মেলা বলে। আড়ং শব্দটা প্রায় বিলুপ্ত। প্রায় বিলুপ্ত সৌহার্দের মত। সারা দেশে ১৯৭১ সাল থেকে মন্দির,প্রতিমা ভাংগার অনেক গান শুনলেও এ গ্রামের মন্দিরে কোনদিন দূর্বৃত্তের ছোয়া পড়েছে আমার জানা নেই।

১৯৪৭ সালে ধর্ম দিয়ে মাটিতে খন্ডিত চিহ্ন পড়লেও সংস্কৃতি এ মানুষ গুলোকে এখনও খন্ডিত করতে পারে নাই। তাই এ ধরনের আড়ংয়ে হিন্দু মুসলমান উভয়ের উপস্থিত থাকতে দেখা যায়।

এখনো উভয়ের মিলনে প্রানবন্ত হয় দাতিয়াদহের পাল পাড়ার দুর্গা পূজার আড়ং।