দিনাজপুর জেলা প্রশাসকের সরকারি বাসভবনে বজ্রপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। বজ্রপাতের ফলে বাসভবনের ইলেকট্রিক পাওয়ার কন্ট্রোল রুমে আগুন ধরে যায় এবং বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করেন। আমরা খবর পেয়ে পানি ও উদ্ধারকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের ফলে শর্টসার্কিট হয়ে তার পুড়ে গিয়ে আগুন লাগে।
বজ্রপাতের সময় বাসভবনের পাওয়ার বোর্ড (MCB) এবং বেশ কিছু ইলেকট্রিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এনামুল নামে এক পথচারী জানান, আমি প্রথমে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ট্রান্সমিটারে আগুন দেখতে পাই। তারপর বিকট শব্দে বজ্রপাত হয় এবং বাড়ির ভেতর আগুন জ্বলতে দেখি।
তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।