ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ। লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু চিরিরবন্দরে বিআরটিসি বাস খাদে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আউলিয়াপুরে শিশু ও যুব ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুর রাজৈর থানা হেফাজত হতে মাদক মামলায় অভিযুক্ত আসামির পলায়ন। উলিপুরে ৫ বছরের কন্যাশিশুকে ধ’র্ষণের অভিযোগে ব্যক্তি গ্রেফতার সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা জাকির খান গ্রেফতার চিরিরবন্দর বিন্যাকুড়ি ইছামতী নদীতে ৮ বছর বয়সী শিশুর নদীতে পড়ে মৃত্যু

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ভিডিও ভাইরালকারী মূলহোতা গ্রেফতার।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৪ জন সংবাদটি পড়েছেন

 

নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত (২৪) মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানা যায়। র‌্যাব আরও জানায়, গত ১৩ জুলাই দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে স্থানীয় এক দোকানে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রিফাত মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তার সহযোগী মো. ধানী ওরফে দানেস বাইরে পাহারা দেয় এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে তারা ধর্ষণের ভিডিও ধারণ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এই জঘন্য ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।

গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি’র একটি চৌকস দল ৮ আগস্ট গভীর রাতে বদলগাছী উপজেলার গোল্লা মাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামী রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে জিডি মূলে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির চক্রে রাজউক।নথি জালিয়াতিতে জড়িত রাজউকের বিশেষ চক্রের সাথে কর্মকর্তাদের যোগসাজশ।

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ভিডিও ভাইরালকারী মূলহোতা গ্রেফতার।

আপডেট সময় : ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

 

নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত (২৪) মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানা যায়। র‌্যাব আরও জানায়, গত ১৩ জুলাই দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে স্থানীয় এক দোকানে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রিফাত মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তার সহযোগী মো. ধানী ওরফে দানেস বাইরে পাহারা দেয় এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে তারা ধর্ষণের ভিডিও ধারণ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এই জঘন্য ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।

গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি’র একটি চৌকস দল ৮ আগস্ট গভীর রাতে বদলগাছী উপজেলার গোল্লা মাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামী রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে জিডি মূলে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।