নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত (২৪) মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানা যায়। র্যাব আরও জানায়, গত ১৩ জুলাই দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে স্থানীয় এক দোকানে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রিফাত মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে।
এ সময় তার সহযোগী মো. ধানী ওরফে দানেস বাইরে পাহারা দেয় এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে তারা ধর্ষণের ভিডিও ধারণ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এই জঘন্য ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি’র একটি চৌকস দল ৮ আগস্ট গভীর রাতে বদলগাছী উপজেলার গোল্লা মাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামী রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে জিডি মূলে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।