ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর। বিসিআইসি: খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগামী প্রতিষ্ঠান।

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়ালো

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১৫৩ জন সংবাদটি পড়েছেন

ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৪৬ জন।

মঙ্গলবার (১৭ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এইচআরএএনএ’র বরাত দিয়ে জানিয়েছে, নিহত ৪৫২ জনের মধ্যে ২২৪ জন বেসামরিক এবং ১০৯ জন সামরিক বাহিনীর সদস্য। আহতদের মধ্যে বেসামরিক ১৮৮ জন এবং সামরিক সদস্য ১২৩ জন।

তবে নিহত ১১৯ জন এবং আহত ৩৩৫ জনের পরিচয় এখনো নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ইরান সরকারের পক্ষ থেকে এতজন হতাহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এর আগেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিমান হামলায় অন্তত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই সামরিক অভিযানে রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সংঘাত শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কোনো কূটনৈতিক উদ্যোগ গৃহীত হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত! 

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়ালো

আপডেট সময় : ১২:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৪৬ জন।

মঙ্গলবার (১৭ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এইচআরএএনএ’র বরাত দিয়ে জানিয়েছে, নিহত ৪৫২ জনের মধ্যে ২২৪ জন বেসামরিক এবং ১০৯ জন সামরিক বাহিনীর সদস্য। আহতদের মধ্যে বেসামরিক ১৮৮ জন এবং সামরিক সদস্য ১২৩ জন।

তবে নিহত ১১৯ জন এবং আহত ৩৩৫ জনের পরিচয় এখনো নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ইরান সরকারের পক্ষ থেকে এতজন হতাহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এর আগেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিমান হামলায় অন্তত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই সামরিক অভিযানে রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সংঘাত শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কোনো কূটনৈতিক উদ্যোগ গৃহীত হয়নি।