দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফলে ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয়।৯ সেপ্টেম্বর সকাল ৮:০০টায় শুরু হয়ে বিকাল ৪:০০টা পর্যন্ত একটানা ভোট চলে। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।১০ সেপ্টেম্বর ,২০২৫ তারিখ সকাল ৮:২০-৮:৪৫টায় ফলাফল ঘোষিত হয়।প্রাপ্ত তথ্যের আলোকে জানান যায় শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ১৪০৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদ পেয়েছে ৫৭০৮ ভোট।জিএস পদে ছাত্র শিবির সমর্থিত এস এম ফরহাদ ১১৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভির আল হাদি মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট। অন্যান্য আরো ১২ টি সম্পাদক পদের মধ্যে ৯ টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থী বাকি ৩টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।
ভোট দানের হার ৭০ শতাংশ। আবার কোথাও কোথাও ৮০ শতাংশ ভোট পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ অভূদ্যয়ের পর এই প্রথম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জয় জয়কার।তবে তাদের ধারণা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে। তাঁরা মনে করছেন আগামী নির্বাচনে এই ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিৎ।