নিয়োগ,বদলী ও পদোন্নতি একটি চলমান প্রক্রিয়া। বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঠিকাদারি কাজ ও বার্ষিক মেরামত খাতের অর্থ বরাদ্দ বিলিবন্টন নিয়ে এক ধরনের বাণিজ্য চলে গণপূর্ত অধিদপ্তরে। এসব কাজ সময়ে সময়ে বিভিন্ন প্রভাবশালী প্রকৌশলী নিয়ন্ত্রণ করে থাকেন। অধিদপ্তর ঘিরে নানান সুযোগ সুবিধা গ্রহনে সম্পৃক্ত ঠিকাদার ও কিছু দুর্নীতি পরায়ণ প্রকৌশলী ফ্যাসিস্ট সরকারের আমলে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। এই কার্যক্রম অতীতেও ছিলো এবং বর্তমানেও চলমান আছে। একটি শক্তিশালী সিন্ডিকেট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্তাদের পুঁজি করেই কিছু প্রকৌশলী হয়ে উঠেছে বেপরোয়া। তবে তার মধ্যে অন্যতম পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ও সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসার) আশরাফ চৌধুরী।
আলোচিত রাশেদ কবির চাকরি জীবনের শুরু থেকেই উর্ধ্বতন কর্তাদের ম্যানেজ করে লোভনীয় স্থানগুলোতে পোস্টিং বাগিয়ে নিয়েছে। পতিত সরকারের আমলে দোসরদের সহযোগিতায় তদবির বাণিজ্য, ঠিকাদারি বাণিজ্যসহ নিজ কর্মক্ষেত্রের বাইরে টেন্ডার হলে সেখানেও হস্তক্ষেপ করতো। গেল ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশের অন্যতম বিতর্কিত এ অধিদপ্তরের চিত্র কিছুটা পাল্টাবে এমন প্রত্যাশা থাকলেও, দেখা গেছে একই ধারাবাহিকতা।
অভিযোগ রয়েছে, গণপূর্ত অফিসের ঠিকাদারী কাজ পেতে হলে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির’কে ৫ শতাংশ কমিশন দিতে হয়। নয়তো নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয়। সম্প্রতি কোনও ধরনের দরপত্র আহ্বান ছাড়াই ‘সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি’ প্রতিষ্ঠানকে রেট শিডিউল প্রকাশ করে।
সারাক্ষণ বার্তার অনুসন্ধানে জানা যায়, রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৪৪টি লিফট যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ অন্যান্য কাজের ২টি প্যাকেজে দরপত্র আহবান করে পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। ‘সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি’ সাথে যোগসাজশ করে পিপিআর-২০০৮ এর আইন নীতিমালা উপেক্ষা করে সরবরাহের ক্ষেত্রে GOODS এর পরির্বতে WORKS পদ্ধতিতে দরপত্র আহবান করে এবং দরপত্রের গোপন মূল্য বা ‘রেট শিডিউল’ তথ্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে প্রকাশ করে। যা সম্পূন্ন অনিয়ম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসার) আশরাফ চৌধুরী এর মাধ্যমে সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি কাছ থেকে কমিশন নিয়ে তাদের কে কাজ দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। ২০২৫ সালের ৭,৮ সেপ্টেম্বর ইজিপির মাধ্যমে রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৪৪টি লিফট যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ অন্যান্য কাজের ২টি প্যাকেজে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই দরপত্র আহ্বান করেন কমিটির প্রধান, নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে আহ্বান করা দরপত্র বিক্রির শেষ তারিখ, দাখিল ও খোলার তারিখ ছিল গত ২১ ও ২২ সেপ্টেম্বর।
জানা যায় সহকারী প্রকৌশলী আশরাফ চৌধুরী চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চুয়েট হল শাখার সভাপতি ছিলেন। বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে যাবতীয় অনিয়ম ও দুর্নীতি চালিয়েছেন তিনি।