মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় এক প্রবাসীর স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
স্থানীয়রা জানান, ঘটকচর বাজারসংলগ্ন সোহাগ সরদারের ভবনে ভাড়া থাকতেন ওই নারী। স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরে বাড়ির মালিক সোহাগ সরদার তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। আজ সকালে সুযোগ বুঝে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ সময় নারীটির চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন সোহাগ সরদারের স্ত্রী ঝরনা, ভাই জসিম সরদার ও জসিমের স্ত্রী। তবে তারা সোহাগকে কিছু না বলে উল্টো নারীটির উপর অমানবিক হামলা চালান।
অভিযোগ রয়েছে, গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশসহ গোপনাঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।
এলাকাবাসী সারাক্ষণ বার্তাকে জানান, সোহাগ সরদার দুশ্চরিত্র ও মাদকাসক্ত। তার ভাই জসিম সরদারও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এলাকায় নানা অপকর্ম করলেও শাস্তির মুখোমুখি হননি।
সারাক্ষণ ডেস্ক 










