ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বাবা মায়ের পৈশাচিকতার শিকার ৮ বছরের নাঈম। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ । পূর্ণ যৌবনা কুমার নদী এখন জৌলুস হারিয়ে মৃত প্রায় নদীতে রূপ নিয়েছে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রকাশ্য দিবালোকে খুলনা আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা। মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত। বাংলার কিংবদন্তি এক মহীয়সী নারী বেগম খালেদা জিয়া। টিকটকে প্রেম, ৬ বছরের শিশুকে রেখে পালালো মা।

বাবা মায়ের পৈশাচিকতার শিকার ৮ বছরের নাঈম।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৮ জন সংবাদটি পড়েছেন

এটা আর কোনো “দুঃখজনক ঘটনা” না—এটা বর্বরতা, পৈশাচিকতা আর মানবতার চরম লজ্জা!

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ি গ্রামে সৎমা জাহানারা বেগম (৩২) যে কাজটা করেছে—এটা কোনো মানুষের কাজ না, এটা যেন এক হিংস্র জানোয়ারের রূপ!

 

৪ বছরের নিষ্পাপ নাঈমকে মাথায় কুপ দাগ, বুক-কপালে আঘাত করে বাথরুমে ফেলে রাখা—এটা “নির্যাতন” না, এটা ঠান্ডা মাথায় শিশু হত্যা! এ ধরনের অপরাধীর এক বিন্দু সহানুভূতিরও কোনো প্রয়োজন নেই।

 

এরপর নির্লজ্জের মতো আবার বলছে—“কীভাবে মারা গেছে জানি না।”

মুখে এমন মিথ্যার বিষ ঢেলে এই মহিলা আরও বড় অপরাধ করেছে! নারী নিজের সৎছেলেকেও নিস্তার দেয় না, তার মানবিকতার স্থানে কী আছে?—পশুত্বও লজ্জা পাবে।

 

প্রতিবেশীরা তাকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে—ভালোই করেছে। এমন নৃশংস অপরাধী সমাজে ঘুরে বেড়ানোর যোগ্যই না। এখন দরকার কঠোরতম আইনি শাস্তি—যাতে ভবিষ্যতে আর কোনো নাঈমের জীবন এভাবে নিভে না যায়।

 

শিশুকে হত্যা করার মতো জঘন্য কাজ যারা করে—তাদের জন্য সমাজে জায়গা থাকা মানেই আরও অপরাধ বাড়ার সুযোগ তৈরি করা।

 

এবার বিচার চাই—দ্রুত, নির্মম অপরাধের বিরুদ্ধে নির্দয় আইনগত ব্যবস্থা।

 

 

Tag :
About Author Information

GOURANGA BOSE

বাবা মায়ের পৈশাচিকতার শিকার ৮ বছরের নাঈম।

বাবা মায়ের পৈশাচিকতার শিকার ৮ বছরের নাঈম।

আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

এটা আর কোনো “দুঃখজনক ঘটনা” না—এটা বর্বরতা, পৈশাচিকতা আর মানবতার চরম লজ্জা!

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ি গ্রামে সৎমা জাহানারা বেগম (৩২) যে কাজটা করেছে—এটা কোনো মানুষের কাজ না, এটা যেন এক হিংস্র জানোয়ারের রূপ!

 

৪ বছরের নিষ্পাপ নাঈমকে মাথায় কুপ দাগ, বুক-কপালে আঘাত করে বাথরুমে ফেলে রাখা—এটা “নির্যাতন” না, এটা ঠান্ডা মাথায় শিশু হত্যা! এ ধরনের অপরাধীর এক বিন্দু সহানুভূতিরও কোনো প্রয়োজন নেই।

 

এরপর নির্লজ্জের মতো আবার বলছে—“কীভাবে মারা গেছে জানি না।”

মুখে এমন মিথ্যার বিষ ঢেলে এই মহিলা আরও বড় অপরাধ করেছে! নারী নিজের সৎছেলেকেও নিস্তার দেয় না, তার মানবিকতার স্থানে কী আছে?—পশুত্বও লজ্জা পাবে।

 

প্রতিবেশীরা তাকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে—ভালোই করেছে। এমন নৃশংস অপরাধী সমাজে ঘুরে বেড়ানোর যোগ্যই না। এখন দরকার কঠোরতম আইনি শাস্তি—যাতে ভবিষ্যতে আর কোনো নাঈমের জীবন এভাবে নিভে না যায়।

 

শিশুকে হত্যা করার মতো জঘন্য কাজ যারা করে—তাদের জন্য সমাজে জায়গা থাকা মানেই আরও অপরাধ বাড়ার সুযোগ তৈরি করা।

 

এবার বিচার চাই—দ্রুত, নির্মম অপরাধের বিরুদ্ধে নির্দয় আইনগত ব্যবস্থা।