আওয়ামী শাসনামলে সর্বোচ্চ সুবিধাভোগী প্রকৌশলীদের প্রাইজ পোস্টিং দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী প্রকৌশলীদের পুর্ণবাসন করতে শুরু করেছেন গণপূর্ত অধিদফতরের সুফিবেশি প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার। এতে করে ফ্যাসিবাদের শাসনামলে ঢাকার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুর্নীতিবাজ প্রকৌশলীদের আবারও পুনর্বাসন করা হলো গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়ে। বুয়েট হল শাখার ছাত্রলীগ নেতা অর্ণব বিশ্বাসকে ময়মনসিংহ গণপূর্ত বিভাগে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। তিনি রিজার্ভে ছিলেন। ফ্যাসিবাদের দোসর হওয়া সত্ত্বেও তাকে প্রাইজ পোষ্টিং দেওয়াতে ক্ষুব্ধ হয়েছেন জাতীয়তাবাদী ঘরাণার প্রকৌশলীরা।
ফ্যাসিবাদের সুবিধাভোগী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাত্তার ও সানাউল্লাহকে প্রাইজ পোস্টিং দিলেন প্রধান প্রকৌশলী শামীম আখতার। এইসব বদলী আদেশের স্মারক নং ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১০৯২.১০৯৩ ও ১০৯৪। তারিখ: ০৩/০৯/২০২৫ ইং।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বে থাকা সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকারের আস্থাভাজন হিসেবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেও অনিয়মতান্ত্রিকভাবে চলতি দায়িত্ব পালন করে যাচ্ছেন শামীম আখতার। গত ৪ সেপ্টেম্বর, সপ্তাহের শেষ কার্যদিবসে সন্ধ্যায় প্রকৌশলী অর্ণব বিশ্বাসের বদলির আদেশে স্বাক্ষর করে প্রধান প্রকৌশলী।
এ বিষয়ে প্রকৌশলী অর্ণব বিশ্বাসকে সারাক্ষণ বার্তার প্রতিবেদক মুঠোফোনে কল করলে তাকে পাওয়া যায়নি, পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে একাউন্ট ব্লক করে দেয়।
শাফিন আহমেদ 













