ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ । পূর্ণ যৌবনা কুমার নদী এখন জৌলুস হারিয়ে মৃত প্রায় নদীতে রূপ নিয়েছে। মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রকাশ্য দিবালোকে খুলনা আদালত চত্বরে গুলি করে দুইজনকে হত্যা। মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত। বাংলার কিংবদন্তি এক মহীয়সী নারী বেগম খালেদা জিয়া। টিকটকে প্রেম, ৬ বছরের শিশুকে রেখে পালালো মা। ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়ীর ব্যবসায়ের নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা বেইস- টেকের মালিক নীলয়।

গণপূর্তে “পবিত্র” ডিউকের “অপবিত্র” কর্মকাণ্ড আর কতদিন চলবে ?

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১২৪ জন সংবাদটি পড়েছেন

গণপূর্ত অধিদপ্তরের মহাখালী অফিসে সম্প্রতি এক “মিরাকল” ঘটেছে—যেখানে কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও একজন নির্বাহী প্রকৌশলী এখনও বহাল তবিয়তে, যেন তিনি সরকারি নয়, অমরত্ব প্রাপ্ত ব্যক্তি!নাম তাঁর— ফয়জুল ইসলাম ডিউক। সহকর্মীদের ভাষায়— “কমিশনের ক্যালকুলেটর”।কমিশনের পরশ পাথর :

ডিউক সাহেবের আশ্চর্য ক্ষমতা হলো, যে প্রকল্পে তিনি হাত দেন, সেখানেই “কমিশনের ফুল ফোটে”।কখনো ২০%, কখনো ৩০%, আবার ঘনিষ্ঠ ঠিকাদারদের কাছে সেই হার ছুঁয়েছে ৫০%!

কাজের মান? আল্লাহ ভরসা ! ইটের বদলে বালু, রডের বদলে লোহার তার, আর সিমেন্টে মিশে থাকে “বিশ্বাসের গুঁড়া”।

টেন্ডার না হলে টেন্ডার, কমিশন থাকলেই কনফার্ম !

দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের কাজ দরপত্রের আগেই শুরু করার নির্দেশ দেন তিনি।কারণ— “সময় বাঁচানোই উন্নয়ন!” অবশ্য সূত্র জানায়, “সময়” নয়, কমিশনের সময় নষ্ট করতে চাননি ডিউক।

পরে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করে নিজের পছন্দের কয়েকজন আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদারকে কাজ পাইয়ে দেন— যেন “টেন্ডার” নয়, “টেন্ডার নাটক”! প্রক্সি টেন্ডারের জাদু :

মহাখালী অফিসে এখন এক নতুন খেলা চলছে— প্রক্সি টেন্ডার লিগ। একই ঠিকাদার তিনটি কোম্পানির নামে দরপত্র জমা দেয়—প্রতিযোগিতা কাগজে, বাস্তবে সবাই একই টেবিলের চা খায়। এভাবে সরকারি প্রকল্প পরিণত হয়েছে “বন্ধুদের পার্টি”তে।

নিম্নমানের রাজত্ব :

কুয়েত-মৈত্রী হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ভবনের কাজ শেষ না হতেই এডভান্স বিল ছাড় হয়ে যায়—যেন “কাজের আগে ক্যাশ” স্কিম চালু হয়েছে গণপূর্তে। ইট, রড, টাইলস সব নিম্নমানের, তবুও ফাইলে লেখা থাকে— “কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন”।

পোষা সাংবাদিকের প্রপাগাণ্ডা অভিযান :

এখন আসি “মিডিয়া সেল” অংশে। ডিউক সাহেবের গৃহপালিত এক দালাল সাংবাদিক, যিনি আগে ফাইল বহন করতেন, এখন কলমের জোরে “ডিউককে ফেরেশতা” প্রমাণে উঠেপড়ে লেগেছেন।

সেই সাংবাদিক সম্প্রতি একটি প্রবন্ধ লিখেছেন—“নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম ডিউক: সৎ, নির্লোভ ও সেবাপরায়ণ কর্মকর্তা”। প্রতিবেদন দেখে সাধারণ মানুষ ভেবেছে, হয়তো নতুন “বঙ্গবন্ধু পদক” ঘোষণা হয়েছে !

তবে জানা গেছে, এ প্রশংসার বিনিময়ে সাংবাদিক মহাশয় পেয়েছেন মোটা অঙ্কের খুশির তহবিল— মানে কমিশনের কমিশন!

দুদকের নড়াচড়া :

দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী জানিয়েছেন, “গণপূর্ত অফিসকে দুর্নীতিমুক্ত করা এখন এক চ্যালেঞ্জ।” ডিউক সাহেব শুনে নাকি হেসে বলেছেন—“চ্যালেঞ্জটা নিন, কিন্তু আগে আমার কমিশন দিন!”

জনরোষে ফেটে পড়ছে অফিস :

নিয়মিত অনুপস্থিতি, অফিসে না এসে হজ্জ ক্যাম্প বা সার্কেল অফিসে বসে সই দেওয়া, আর বঞ্চিত ঠিকাদারদের ক্ষোভ—সব মিলে মহাখালী অফিস এখন “গণপূর্ত না, গণপুতুল অধিদপ্তর”!

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গোপন টেন্ডারে ৫০ লাখ টাকা আত্মসাৎ ।

গণপূর্তে “পবিত্র” ডিউকের “অপবিত্র” কর্মকাণ্ড আর কতদিন চলবে ?

আপডেট সময় : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

গণপূর্ত অধিদপ্তরের মহাখালী অফিসে সম্প্রতি এক “মিরাকল” ঘটেছে—যেখানে কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও একজন নির্বাহী প্রকৌশলী এখনও বহাল তবিয়তে, যেন তিনি সরকারি নয়, অমরত্ব প্রাপ্ত ব্যক্তি!নাম তাঁর— ফয়জুল ইসলাম ডিউক। সহকর্মীদের ভাষায়— “কমিশনের ক্যালকুলেটর”।কমিশনের পরশ পাথর :

ডিউক সাহেবের আশ্চর্য ক্ষমতা হলো, যে প্রকল্পে তিনি হাত দেন, সেখানেই “কমিশনের ফুল ফোটে”।কখনো ২০%, কখনো ৩০%, আবার ঘনিষ্ঠ ঠিকাদারদের কাছে সেই হার ছুঁয়েছে ৫০%!

কাজের মান? আল্লাহ ভরসা ! ইটের বদলে বালু, রডের বদলে লোহার তার, আর সিমেন্টে মিশে থাকে “বিশ্বাসের গুঁড়া”।

টেন্ডার না হলে টেন্ডার, কমিশন থাকলেই কনফার্ম !

দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের কাজ দরপত্রের আগেই শুরু করার নির্দেশ দেন তিনি।কারণ— “সময় বাঁচানোই উন্নয়ন!” অবশ্য সূত্র জানায়, “সময়” নয়, কমিশনের সময় নষ্ট করতে চাননি ডিউক।

পরে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করে নিজের পছন্দের কয়েকজন আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদারকে কাজ পাইয়ে দেন— যেন “টেন্ডার” নয়, “টেন্ডার নাটক”! প্রক্সি টেন্ডারের জাদু :

মহাখালী অফিসে এখন এক নতুন খেলা চলছে— প্রক্সি টেন্ডার লিগ। একই ঠিকাদার তিনটি কোম্পানির নামে দরপত্র জমা দেয়—প্রতিযোগিতা কাগজে, বাস্তবে সবাই একই টেবিলের চা খায়। এভাবে সরকারি প্রকল্প পরিণত হয়েছে “বন্ধুদের পার্টি”তে।

নিম্নমানের রাজত্ব :

কুয়েত-মৈত্রী হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ভবনের কাজ শেষ না হতেই এডভান্স বিল ছাড় হয়ে যায়—যেন “কাজের আগে ক্যাশ” স্কিম চালু হয়েছে গণপূর্তে। ইট, রড, টাইলস সব নিম্নমানের, তবুও ফাইলে লেখা থাকে— “কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন”।

পোষা সাংবাদিকের প্রপাগাণ্ডা অভিযান :

এখন আসি “মিডিয়া সেল” অংশে। ডিউক সাহেবের গৃহপালিত এক দালাল সাংবাদিক, যিনি আগে ফাইল বহন করতেন, এখন কলমের জোরে “ডিউককে ফেরেশতা” প্রমাণে উঠেপড়ে লেগেছেন।

সেই সাংবাদিক সম্প্রতি একটি প্রবন্ধ লিখেছেন—“নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম ডিউক: সৎ, নির্লোভ ও সেবাপরায়ণ কর্মকর্তা”। প্রতিবেদন দেখে সাধারণ মানুষ ভেবেছে, হয়তো নতুন “বঙ্গবন্ধু পদক” ঘোষণা হয়েছে !

তবে জানা গেছে, এ প্রশংসার বিনিময়ে সাংবাদিক মহাশয় পেয়েছেন মোটা অঙ্কের খুশির তহবিল— মানে কমিশনের কমিশন!

দুদকের নড়াচড়া :

দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী জানিয়েছেন, “গণপূর্ত অফিসকে দুর্নীতিমুক্ত করা এখন এক চ্যালেঞ্জ।” ডিউক সাহেব শুনে নাকি হেসে বলেছেন—“চ্যালেঞ্জটা নিন, কিন্তু আগে আমার কমিশন দিন!”

জনরোষে ফেটে পড়ছে অফিস :

নিয়মিত অনুপস্থিতি, অফিসে না এসে হজ্জ ক্যাম্প বা সার্কেল অফিসে বসে সই দেওয়া, আর বঞ্চিত ঠিকাদারদের ক্ষোভ—সব মিলে মহাখালী অফিস এখন “গণপূর্ত না, গণপুতুল অধিদপ্তর”!