জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এক হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের আরেক শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ সনদে স্বাক্ষর করার সময় হালকা বৃষ্টি শুরু হলে, তার মাথার ওপর ছাতা ধরে রাখেন ফখরুল। সেই মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনসহ অনেক ইলেকট্রনিক মিডিয়া।
অনুষ্ঠানে বিএনপির পক্ষে সালাহউদ্দিন আহমেদ সনদে স্বাক্ষর করছিলেন। বৃষ্টির ফোঁটা যেন কাগজে না পড়ে—এমন বিবেচনায় ফখরুল নিজ হাতে ছাতা ধরে রাখেন তাঁর সহকর্মীর মাথায়। অনেকেই ঘটনাটিকে সৌজন্যবোধ, বিনয় ও দলের ভেতর পারস্পরিক সম্মানবোধের একটি উদাহরণ হিসেবে দেখছেন। আবার অনেকেই বলেছেন জুলাই বিপ্লবের পরিবর্তিত রাজনৈতিক শিষ্টাচারের ফসল হিসেবে এটিকে ইতিবাচক মনোভাবের মেলবন্ধন বুঝিয়েছেন।
দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে থেকেও এ ধরনের একটি সাধারণ অথচ মানবিক কাজ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী বলছেন, এই ছোট্ট কাজটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিন্নধর্মী রাজনীতির পরিচয় বহন করে।
সারাক্ষণ ডেস্ক 













