এক সামিরা ছাড়া কাউকে বলতে শুনেছেন তাকে কেউ ঝুলন্ত অবস্থায় দেখেছে? কেউ দেখেনি। কম বয়সী মেয়ে সামিরা, তার তো স্বামীর ঝুলন্ত দেহ দেখে বেহুশ হয়ে যাওয়ার কথা, লোকজন সালমান কে রেখে সামিরা কে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করার কথা তার ভালোবাসার স্বামী মারা গেছে, সে তো সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং এখন পর্যন্ত স্বামীর জন্য এক ফোটা চোখের পানি ফেলেনা। এভাবে কেউ শুনেছেন দশজন না ডেকে লাশ রশি থেকে নামাতে? সামিরা নাকি করেছে এত সহজ সব, ৩জন মেয়ে মানুষ মিলে এসব করা? আপনি কি করতেন এভাবে একটা মরদেহ দেখলে ভয়ে লোকজন জড় করতেন না? আমরা জানতে চাই ডলি, মনোয়ারা, আবুল, খালেক এরা কোথায়, তাদের ঐ সময় যারা আত্মীয় স্বজন ছিল আমরা তাদের কথা শুনতে চাই
সামিরা বলেছিল সালমানের ফ্যামিলি আত্নহত্যা মেনে নিয়েছিল প্রথম দিন তাই অপমৃত্যু মামলা করেছেন তার পরিবার, মেনেই যদি নিয়েছিল তাহলে তুমি লাশ দেখোনি কেন? কিছু যদি করোনাই তাহলে সিলেট লাশের সাথে যাওনাই কেন? খুন না আত্নহত্যা সেটা পরে দেখা যেত তুমি বা তোমার বাবা মা কেউ যায়নি কেন? কেউ তো যেত তাইনা? যায়নি কারণ এটা পূর্ব পরিকল্পিত হত্যা।
সারাক্ষণ ডেস্ক 













