গতকাল ৯ নভেম্বর ,২০২৫ রবিবার ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে শিবচর থানা পুলিশ। রোববার রাত ১২টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতি মিয়া (৫৫) চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকার বাসিন্দা। তার নিজ ছেলে ফারুক মিয়া ও বাবা মাদারীপুরের শিবচরের বাঁশকান্দির বিভিন্ন এলাকায় কৃষাণ হিসেবে মানুষের জমিতে কাজ করতেন এবং একই স্থানে ঘর ভাড়া নিয়ে থাকতেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ হয়। এরই জেরে রাতে বাবা ঘুমিয়ে পড়লে ছেলে ফারুক কোদাল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফারুককে আটক করে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মামলা দায়ের শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।
ওসি আরো জানান, পুত্রবধুর সাথে শ্বশুরের অনৈতিক সম্পর্ক রয়েছে সন্দেহ করে ছেলে ফারুক কয়েকদিন ধরে তার বাবাকে হত্যার পরিকল্পনা করে। শেষমেষ জমিতে ব্যবহৃত কোদাল দিয়ে রাতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করে সে। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত। এদিকে হত্যাকান্ডে ব্যবহৃত কোদালটি জব্দ করেছে পুলিশ।
সারাক্ষণ ডেস্ক 













