ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর। বিসিআইসি: খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগামী প্রতিষ্ঠান।

‘শেফালির হার্ডওয়্যার ছিল বেশ ভালো মানের’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৪৮ জন সংবাদটি পড়েছেন

অভিনেত্রী শেফালি জারিওয়ালা ও রামদেব। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু যেন সবাইকে বিস্মিত করেছে। মৃত্যুর মাত্র দুই দিন আগেও তিনি ছিলেন একেবারে স্বাভাবিক, প্রাণবন্ত। একটি ফটোশুটে অংশ নিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন, যা ভক্তদের মধ্যে প্রশংসা কুড়ায়।

কিন্তু তার দুদিন পর, ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রী। এরপর থেকেই শুরু হয় আলোচনা। যদিও তিনি কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবুও এভাবে হঠাৎ মৃত্যু কেন? গুঞ্জন ওঠে, তিনি নাকি বয়স ধরে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে কিছু ওষুধ সেবন করতেন।

সম্প্রতি অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে একটি মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। তিনি বাবা রামদেব নামেই সমধিক পরিচিত। অভিনেত্রীর সম্পর্কে এমন বক্তব্যকে অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ কেউ তার বক্তব্যের পজিটিভ ব্যাখ্যা করছেন।

এক সাক্ষাৎকারে শেফালির শারীরিক অবস্থার ব্যাখ্যায় রামদেব বলেন, তার হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যারে সমস্যা ছিল। বাইরে থেকে উপসর্গ কিছুই বোঝা যায়নি, কিন্তু ভেতরের যন্ত্রপাতি ঠিক ছিল না।

রামদেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই একে ‘সংবেদনশীলতার অভাব’ বলে সমালোচনা করছেন। তবে অনেকে বলছেন, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন- দেখতে সুস্থ মনে হলেও ভেতরে বাসা বেঁধেছিল কোনো গুরুতর অসুখ।

জানা গেছে, মৃত্যুর সময় শেফালির রক্তচাপ হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে নেমে গিয়েছিল, যা তার হৃদ্‌রোগজনিত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত! 

‘শেফালির হার্ডওয়্যার ছিল বেশ ভালো মানের’

আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু যেন সবাইকে বিস্মিত করেছে। মৃত্যুর মাত্র দুই দিন আগেও তিনি ছিলেন একেবারে স্বাভাবিক, প্রাণবন্ত। একটি ফটোশুটে অংশ নিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন, যা ভক্তদের মধ্যে প্রশংসা কুড়ায়।

কিন্তু তার দুদিন পর, ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রী। এরপর থেকেই শুরু হয় আলোচনা। যদিও তিনি কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবুও এভাবে হঠাৎ মৃত্যু কেন? গুঞ্জন ওঠে, তিনি নাকি বয়স ধরে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে কিছু ওষুধ সেবন করতেন।

সম্প্রতি অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে একটি মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। তিনি বাবা রামদেব নামেই সমধিক পরিচিত। অভিনেত্রীর সম্পর্কে এমন বক্তব্যকে অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ কেউ তার বক্তব্যের পজিটিভ ব্যাখ্যা করছেন।

এক সাক্ষাৎকারে শেফালির শারীরিক অবস্থার ব্যাখ্যায় রামদেব বলেন, তার হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যারে সমস্যা ছিল। বাইরে থেকে উপসর্গ কিছুই বোঝা যায়নি, কিন্তু ভেতরের যন্ত্রপাতি ঠিক ছিল না।

রামদেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই একে ‘সংবেদনশীলতার অভাব’ বলে সমালোচনা করছেন। তবে অনেকে বলছেন, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন- দেখতে সুস্থ মনে হলেও ভেতরে বাসা বেঁধেছিল কোনো গুরুতর অসুখ।

জানা গেছে, মৃত্যুর সময় শেফালির রক্তচাপ হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে নেমে গিয়েছিল, যা তার হৃদ্‌রোগজনিত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা