আজ শনিবার ২৬ জুলাই,২০২৫ বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী সেমিনার কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির আলোচনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা ও পরিচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাতীর্থ লাঙলবন্দ স্নানোৎসব উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী ননী গোপাল সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় শ্রী সমীর কুমার বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী সুরঞ্জন ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মানিক লাল ঘোষ , বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয়সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন আগামী দিনগুলোতে বাংলাদেশে নির্বিঘ্নে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে ।তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টকে আরো কিভাবে গতিশীল ও কার্যকর করা যায় ,সে লক্ষ্যে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।