মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি মাত্র ২৩ দিন আগে ৯ জুলাই, ২০২৫ শিবচর থানায় দায়িত্ব গ্রহণ করেছিলেন।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার (১ আগস্ট) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ বা কোন সুনির্দিষ্ট অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে, তা প্রশাসনিকভাবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।
সূত্রে জানা গেছে, ওসি আজহার আলী সুমনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছিল। এ কারণে জনস্বার্থে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বলেন,প্রশাসনিক কারণে শিবচর থানা থেকে ওসি আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে।স্থানীয়দের মাঝে এই হঠাৎ রদ বদল নিয়ে নানা আলাপ – আলোচনা চলছে।